আদিবাসী মেয়েদের হোস্টেলে নেই বাথরুম নেই কোনো জলের ব্যবস্থা

 আদিবাসী মেয়েদের হোস্টেলে নেই বাথরুম নেই কোনো জলের ব্যবস্থা



১১ ই নভেম্বর: বাঁকুড়া জেলা তথা সারা পশ্চিমবাংলা তেই অনেক জায়গায় হোস্টেল বন্ধ আছে বা বন্ধ করার কথা বলছে স্কুল হেড স্যর এবং হোস্টেল সুপার । বাঁকুড়ায় ৩০০ টির বেশি আদিবাসী হোস্টেল বন্ধ,বন্ধ আদিবাসী পড়ুয়াদের অন্যান্য সরকারী অনুদান। প্রতিবাদে আদিবাসী পড়ুয়াদের বিক্ষোভ আছড়ে পড়ল

গত কয়েক বছরে একের পর এক বন্ধ হয়ে গেছে আদিবাসী হোস্টেল। সবমিলিয়ে বাঁকুড়া জেলাতেই সেই বন্ধ হোস্টেলের সংখ্যা প্রায় ৩০০। বন্ধ রয়েছে ওয়েশিস পোর্টালের মাধ্যমে বিলি করা বুক গ্র্যান্ট   হোস্টেল গ্র্যান্ট। অবিলম্বে হোস্টেলগুলি চালু সহ মোট ২১ দফা দাবীতে আজ আদিবাসী পড়ুয়াদের বিক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়া জেলা অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতরে। দফতর ঘেরাও করে চলছে বিক্ষোভ। দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই ঘেরাও বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারী দিয়েছে আদিবাসী পড়ুয়ারা।


আদিবাসী পড়ুয়াদের লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে স্কুল হোস্টেলগুলি। অর্থনৈতিক দিক থেকে দূর্বল প্রান্তিক আদিবাসী পড়ুয়াদের অধিকাংশই এতদিন হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যেত। এজন্য সরকারী ভাবে পড়ুয়াদের দেওয়া হত হোস্টেল গ্র্যন্ট । কিন্তু গত কয়েক বছর ধরে একে একে বাঁকুড়া জেলার ৩৫০ টি আদিবাসী হোস্টেলের মধ্যে বন্ধ হয়ে গেছে ৩০০ টিরও বেশি হোস্টেল। ফলে আদিবাসী পড়ুয়ারা বাধ্য হয়ে হোস্টেল ছেড়ে বাড়িতে থেকেই পড়াশোনা করছে। অধিকাংশ আদিবাসী পরিবারে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় পড়ুয়াদের মধ্যে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। শুধু তাই নয় ২০২০ থেকে টানা তিন বছর ধরে বকেয়া রয়েছে আদিবাসী পড়ুয়াদের হোস্টেল গ্র্যান্ট । বকেয়া রয়েছে বুক গ্র্যন্টের মতো সরকারী অনুদানও। এই পরিস্থিতিতে অবিলম্বে হোস্টেলগুলি চালুর দাবীতে পড়ুয়াদের বিক্ষোভ আছড়ে পড়ল অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতরে বিক্ষোভে যোগ দেন পড়ুয়াদের অভিভাবক আদিবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠন।

 

দাবী সমূহ :-

) বকেয়া 2020, 2021 এবং 2022 সালের সম্পূর্ণ V-XII হোষ্টেলারদের হোষ্টেল গ্র্যান্ট -এর Update Grant 11/11/2022 তারিখের মধ্যে ছাত্র-ছাত্রীদের পাশ বই- জমা করতে হবে।


) OASIS এর পোর্টলটি শিক্ষাবর্ষের শুরুতেই Update করে খুলতে হবে।

) বন্ধ হওয়া বাঁকুড়া জেলার সমস্ত হোষ্টেল 2023 সালে শিক্ষাবর্ষের শুরুতেই চালু করার জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে।

) নতুন হোষ্টেল রুম তৈরী করতে হবে এবং পুরাতন হোষ্টেল রুম 2022 সালের মধ্যেই সংস্কার করতে হবে।

) স্কুল এ্যাটাচ্ হোষ্টেলগুলিকে আশ্রম হোষ্টেলে উন্নিত করতে হবে।

) আশ্রম হোষ্টেলেও ক্লাস IX-XII পর্যন্ত ছাত্র-ছাত্রীদের থাকার ব্যবস্থা করতে হবে।

) আশ্রম হোষ্টেলের মতো স্কুল এ্যাটাচ হোষ্টেলেও হোষ্টেল সুপার, কুকার, নাইট গার্ড, টিউটর নিয়োগ করতে হবে।

) প্রতি মাসে V-XII হোস্টেল গ্র্যান্ট হোষ্টেলারদের জন্য দেওয়ার ব্যবস্থা করতে হবে।

) আদিবাসী দপ্তর কে আলাদা করতে হবে অন্যান্য দাবীতে ।



Post a Comment

নবীনতর পূর্বতন