ভারত জাকাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সারা রাজ্য ব্যাপী ১২ ঘন্টার ''পথ অবরোধ" রোড চাক্কা জ্যাম

 

ভারত জাকাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সারা রাজ্য ব্যাপী ১২ ঘন্টার ''পথ অবরোধ" রোড চাক্কা জ্যাম


ভারত জাকাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সারা রাজ্য ব্যাপী ১২ ঘন্টার ''পথ অবরোধ" রোড চাক্কা জ্যাম । তারিখ : ৪ ঠা জানুয়ারি ২০২৩, বুধবার। সময় : সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই দিনে বিভিন্ন জেলাগুলিতে পথ অবরোধ চলবে। ঝাড়গ্রাম জেলায় যে সব জায়গাগুলিতে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হবে - সারদা বিদ্যাপিঠ, পড়িহাটি, চিল্কিগড়, বিনপুর, শিলদা, চাকাডোবা, গজা শিমুল, ফেকো ঘাট, হাতিবাড়ি, খড়িকামাথানি, ধেডুয়া রোড, লালগড়, রামগড়। বাঁকুড়া সিমলাপাল নদী ঘাট, পুরুলিয়া লালপুর মোড়, এবং আরোও বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাগুলিতে।



-: দাবী সমূহ :-

* অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে।

* সাঁওতালি মাধ্যমের স্কুল গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ ও ভলেন্টিয়ার শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে।


*প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ স্থাপন করতে হবে।

* সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক ও সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান করতে হবে।

* বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করতে হবে।

*বনাধিকার আইন ২০০৬ কঠোর ভাবে লাগু করতে হবে ও গ্রাম সংসদের মাধ্যমে অন্যায় ভাবে F.R.C কমিটি গঠন বন্ধ করতে হবে।

*অবিলম্বে সারিধরম কোড বিল পশ্চিমবঙ্গ বিধান সভায় পাস করতে হবে।

* Fake S. T. Certificate দেওয়া বন্ধ ও দেওয়া ফেক সার্টিফিকেট গুলি অবিলম্বে বাতিল করতে হবে।

* অযোধ্যার ঠুড়গা প্রজেক্ট বাতিল করতে হবে।

* আদিবাসী উচ্ছেদ করে বীরভূমের দেওচা, পাঁচামিতে কয়লা খনি করা চলবে না।

* পুরুলিয়া জেলার প্রত্যেকটি মৌজায় মিসিং জমি সর-জমিন তদন্ত করে দখলীকারের নামে রেকর্ডভুক্ত করতে হবে। এবং আরোও অনান্য দাবী ।

Bharat Zakat Majhi Pargana Mahal

প্রচারে :- ভারত জাকাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ।




Post a Comment

নবীনতর পূর্বতন