ভারত জাকাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সারা রাজ্য ব্যাপী ১২ ঘন্টার ''পথ অবরোধ" রোড চাক্কা জ্যাম
* অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে।
* সাঁওতালি মাধ্যমের স্কুল গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ ও ভলেন্টিয়ার শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে।
*প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ স্থাপন করতে হবে।
* সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক ও সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান করতে হবে।
* বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করতে হবে।
*বনাধিকার আইন ২০০৬ কঠোর ভাবে লাগু করতে হবে ও গ্রাম সংসদের মাধ্যমে অন্যায় ভাবে F.R.C কমিটি গঠন বন্ধ করতে হবে।
*অবিলম্বে সারিধরম কোড বিল পশ্চিমবঙ্গ বিধান সভায় পাস করতে হবে।
* Fake S. T. Certificate দেওয়া বন্ধ ও দেওয়া ফেক সার্টিফিকেট গুলি অবিলম্বে বাতিল করতে হবে।
* অযোধ্যার ঠুড়গা প্রজেক্ট বাতিল করতে হবে।
* আদিবাসী উচ্ছেদ করে বীরভূমের দেওচা, পাঁচামিতে কয়লা খনি করা চলবে না।
* পুরুলিয়া জেলার প্রত্যেকটি মৌজায় মিসিং জমি সর-জমিন তদন্ত করে দখলীকারের নামে রেকর্ডভুক্ত করতে হবে। এবং আরোও অনান্য দাবী ।
![]() |
Bharat Zakat Majhi Pargana Mahal |
একটি মন্তব্য পোস্ট করুন