ভারতের
আইনে (Scheduled
Tribes তালিকা অনুযায়ী) কুরমি (Kurmi) সাধারণভাবে আদিবাসী বা “Scheduled Tribe (ST)” হিসেবে স্বীকৃত নয়।
ওরা প্রধানত অনেক রাজ্যে Other Backward Class (OBC) ক্যাটেগরিতে পড়ে।
তবে রাজ্যভেদে পার্থক্য আছে –
ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে কুরমি সাধারণত OBC হিসেবে তালিকাভুক্ত।
কিছু জায়গায় কুরমি সম্প্রদায় নিজেদের আদিবাসী (ST) তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আন্দোলন করেছে, কিন্তু এখনো সরকারি ভাবে স্বীকৃতি পায়নি।
Scheduled Tribe তালিকা (ভারতের সংবিধান অনুযায়ী)-এ কুরমি নাম নেই।
অর্থাৎ সরকারিভাবে কুরমি জাতি OBC ক্যাটেগরিতে পড়ে, ST (আদিবাসী) নয়।
রাজ্যভেদে কুরমি সম্প্রদায়ের ক্যাটেগরি (সরকারি লিস্ট অনুযায়ী):
🔹 কুরমি জাতির শ্রেণিবিন্যাস (ভারতীয় রাজ্যভিত্তিক)
2. ঝাড়খণ্ড (Jharkhand) : কুরমি = OBC
3. উত্তরপ্রদেশ (Uttar Pradesh) : কুরমি = OBC
4. মধ্যপ্রদেশ (Madhya Pradesh) : কুরমি = OBC
5. ছত্তিশগড় (Chhattisgarh) : কুরমি = OBC
6. ওড়িশা (Odisha) : কুরমি = OBC
7. পশ্চিমবঙ্গ (West Bengal) : কুরমি সম্প্রদায়কে কিছু জেলায় OBC হিসেবে ধরা হয়। কিন্তু কুরমি সম্প্রদায় অনেক বছর ধরে ST (আদিবাসী) মর্যাদা দাবি করছে। আন্দোলনও হয়েছে। এখনো সরকারি ভাবে ST মর্যাদা মেলেনি।
8. গুজরাট, মহারাষ্ট্র ইত্যাদি : কুরমি = সাধারণত OBC / কৃষক জাতি হিসেবে ধরা হয়।
অর্থাৎ: কুরমি এখনো ভারতের কোনো রাজ্যে সরকারি ST (আদিবাসী) তালিকায় নেই। প্রায় সব রাজ্যে ওরা OBC শ্রেণিতে পড়ে।
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে কুরমি সমাজ দীর্ঘদিন ধরে ST মর্যাদার দাবি করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো অনুমোদন দেয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন