ভারত জাকাত মাঝি পারগানা মহল মানবাজার -১ মুলুক পাহাঠা খন (পুরুলিয়া জেলা)পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী মাননীয়া শ্রীমতী সন্ধ্যারানী টুডু সাগুন দারাম সাঁওতে (Application) ক চাল আদেয়াঃ

 ভারত জাকাত মাঝি পারগানা মহল মানবাজার -১ মুলুক পাহাঠা খন (পুরুলিয়া জেলা)পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী মাননীয়া শ্রীমতী সন্ধ্যারানী টুডু সাগুন দারাম সাঁওতে (Application) ক চাল আদেয়াঃ




১) যে সমস্ত সেচ্ছাসেবক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সাঁওতাল মাধ্যম বিদ্যালয় গুলিতে পাঠদান করছেন তাদের অবিলম্বে প্যারাটিচার হিসাবে নিয়োগ করতে হবে ।

২) পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ঐতিহ্যবাহী সাঁওতালদের "ল বীর বাইসী" সুতৗন টান্ডিকে চিহ্নত করে পাট্টা প্রদান ও উপযুক্ত সংরক্ষণের সু-ব্যবস্থা করতে হবে ।

৩) ২০০৬ সালে বনাধিকার আইনকে কঠোরভাবে প্রয়োগ করে আদিবাসীদের জল, জঙ্গল, জমিনের অধিকার সুনিশ্চিত করতে হবে । এবং জঙ্গল এলাকার জমি ব্যাবহারকারী আদিবাসীদের উক্ত জমি পাট্টা দেওয়ার ব্যাবস্থা করতে হবে ।

৪) আদিবাসীদের বনাধিকার আইনকে মর্ধকরে অ- আদিবাসীরা যাতে বামনী ফলস, চত্বরে জল, জঙ্গল, জমিনের দখলকারী করবার করতে না পারে তা সুনিশ্চিত করতে হবে ।

৫) অযোধ্যায় ঠুরগা পাম্পস্টোরেজ প্রকল্প সম্পূর্নরূপে বাতিল করতে হবে ।

৬) ভুয়ো এস.টি সার্টিফিকেট প্রদান বন্ধ করে ইতিপূর্বে প্রদন্ড ভুয়া এস.টি সার্টিফিকেট বাতিল করতে হবে ।

৭) ভারত জাকাত মাঝি পারগানা মহলের নামে যে জমি আছে উক্ত জমিতে অডিটরিয়াম পেক্ষাগৃহ নির্মাণ করতে হবে । যাহার মৌজা - পাথরকাটা-১৯৯ খাতা নং - ৫২৫ হালদাগ - ৮৮৭, পরিমাণ - ১ একর (৩ বিঘা)

৮) পুরুলিয়া জেলার সমস্ত আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় গুলিতে অল চিকি জানা আদিবাসী সাঁওতাল শিক্ষক - শিক্ষিকা নিয়োগ করতে হবে ।

Post a Comment

নবীনতর পূর্বতন